সকাল নারায়ণগঞ্জ
নারায়নণগঞ্জ যেহেতু শিল্পাঞ্চল তাই ঈদের আগে এখানে অস্থায়ীভাবে আসা কর্মজীবীদের একটা বড় অংশ গ্রামের বাড়িতে ঈদ পালন করতে নগরী ছাড়েন। তাদের ঘরবাড়ির নিরাপত্তা এবং ফাঁকা নগরীর বাসিন্দাদের নিরাপত্তায় এবার পুলিশের ৭ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
এতে নগরবাসীর জানমালের নিরাপত্তা প্রদানসহ সব ধরনের নাশকতা ও অপকর্ম রোধ করবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পাশাপাশি নগরবাসীকেও সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
রবিবার এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। তিনি জানান, যেহেতু এটি শিল্পাঞ্চল তাই একটি বড় অংশের মানুষের এ জেলার বাইরের। তাদের একটা বড় অংশ ঈদে গ্রামের বাড়ি ঈদ করতে চলে যান। এসময়টায় নগরবাসী ও তাদের বাসাবাড়িতে রেখে যাওয়া জানমালের নিরাপত্তা দিতে ৭ দিনব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
এর মধ্যে পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ, প্রতিটি এলাকায় বিশেষ সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যসহ একাধিক সদস্য কাজ করবে।
তিনি আরও জানান, আগামী ১৬ জুলাই পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বাড়তি টহল দেবে পুলিশ। মোড়ে মোড়ে এলাকায় এলাকায় পেট্রোলিং করবে পুলিশের বিশেষ মোবাইল টিম। কোথায় কোন ধরনের অভিযোগ পাওয়া গেলে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া সতর্ক থাকবে পুলিশ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।