সকাল নারায়ণগঞ্জ
উনিশ পেরিয়ে বিশ বছরে সুখি দাম্পত্য জীবনে পা রাখলেন সকাল নারায়নগঞ্জের (প্রকাশক ও সম্পাদক)- ছায়ানুর তালুকদার ও উপদেষ্টা মন্ডলির সভাপতি জামাল তালুকদার।
সুখ, শান্তি ও শুভ কামনা রইল সাংবাদিক ছায়ানুর তালুকদার ও জামাল তালুকদারের উপর।
সাংবাদিক ছায়ানুর তালুকদার সকাল নারায়নগঞ্জের প্রকাশক ও সম্পাদক,দৈনিক ইয়াদ,আজকের জন্মভুমি,যুগের চিন্তা,অর্থনীতির কাগজ,এবং জামাল তালুকদার সকাল নারায়ণগঞ্জের উপদেষ্টা মন্ডলির সভাপতি ও চীফ ফটোগ্রাফার, যুগের চিন্তা,দৈনিক ইয়াদ,আজকের জন্মভুমি,অর্থনীতির কাগজ সহ একাধিক পত্রিকার দায়িত্ব পালন করেছেন।
জামাল তালুকদার ও ছায়ানুর তালুকদার ২০০২ সালের ১১ জুলাই ইং তারিখে ভালবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাদের সংসারে ২ ছেলে সিয়াম তালুকদার ও সাইফান তালুকদার ঘর আলোকিত করেছে।
সাংবাদিক দম্পতি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আগামী দিনের জন্য শুভ কামনা রইল।