সকাল নারায়ণগঞ্জ
খানপুর হসপিটাল রোড নেটওয়ার্ক রেস্টুরেন্ট এন্ড ক্যাফে উদ্ভোধন করেন সাবেক সাংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের একমাত্র পুত্র ও নারায়নগঞ্জের প্রান পুরুষ আলহাজ্ব আজমেরী ওসমান ও তার সহধর্মিণী সাবরিনা ওসমান জয়া।
এই সময় উপস্থিত ছিলেন নেটওয়ার্ক রেস্টুরেন্ট এন্ড ক্যাফের পরিচালক ফজলে রাব্বি বাবু, সজল আহমেদ, ইনজামামুল হক রহিদ, অন্তর আহমেদ।
বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম জাতীয় পার্টির নেতা মো. শামীম সহ আরও অনেকেই। এই ক্যাফে টে পাওয়া যাবে পাস্তা, বার্গার, ফালুদা, চাওমিন, শেকস্, মিট বক্স