সকাল নারায়ণগঞ্জ
স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা Marks Active School Chess Camps এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, জেলা ক্রীড়া সংস্থা ও স্কুল শিক্ষার্থী দাবা প্রতিযোগিরা।
০৪ জুলাই, রোজ সোমবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষ প্রান্তে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার)।
এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন স্কুলের দাবা প্রতিযোগিরা।
মূল অনুষ্ঠান ঢাকা প্রান্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং এশিয়ান দাবা ফেডারেশন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সম্মানিত সভাপতি ড. বেনজির আহমেদ, বিপিএম(বার)।