সকাল নারায়ণগঞ্জ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা পুলিশের সরকারি অনাবাদি জমিতে শাক, সবজি, ফল ও ফুল গাছের আবাদ করে সফলতার দৃষ্টান্ত তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স এর বিভিন্ন অনাবাদি জমিতে চাষ করা হয়েছে বিভিন্ন প্রজাতির কৃষিজাত পণ্য। এসব পণ্য সম্পূর্ণ অর্গানিক এবং স্বাস্থ্যকর।
রবিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে, এসব অনাবাদি জমিতে শাক, সবজি, ফল ও ফুল গাছের আবাদ করে সফলতার কিছু ছবি শেয়ার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরও উল্লেখ্য করা হয়, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলম’র পরিকল্পনা ও নির্দেশনায় এসব কৃষি খামার থেকে প্রাপ্ত সবজি ও ফল পুলিশ সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করছে। এছাড়াও জেলা পুলিশের সকল থানা ও স্থাপনায় একই পদ্বতি অনুসরণ করে চাষাবাদ করা হয়েছে অর্গানিক কৃষিজাত সবজি ও ফল।