সকাল নারায়ণগঞ্জ
সামাজিক ও নৈতিক অবক্ষয়ের ফলে ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে ও এক শিক্ষক আরেক শিক্ষককে শায়েস্তা করতে ছাত্রকে লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
শুক্রবার (১ জুলাই) বিকালে পুলিশ লাইন মাঠে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আইজিপি বলেন, একটি সমাজ যখন রূপান্তর ঘটে তখন এ ধরনের অবক্ষয় দেখা দেয়। অবক্ষয়ের ফলে ঘটা জঘন্য অপরাধ ও বতর্মানের অস্থির সময়কে মোকাবেলা করতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারসহ আরএমপি ও রাজশাহী রেঞ্জ এবং বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।