1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
এদেশে যত হত্যাকান্ড হয় সব এই মাদকের কারনে - জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বন্দরে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-১১ আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ চাষাড়ায় যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ৫,৫০০ টাকা জরিমানা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক না:গঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত না:গঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠি জমি দখল নিয়ে ছাত্র জনতার মানববন্ধনে নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে হামলার অভিযোগ  পুলিশের উপস্থিতিতেও যেন কমছে না চাষাড়া শহীদ মিনারে মারামারি আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন”

এদেশে যত হত্যাকান্ড হয় সব এই মাদকের কারনে – জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৮৮ Time View
সকাল নারায়ণগঞ্জ:
বন্দরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯শে জুন বুধবার বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ বলেন, আগে বলতাম অন্য, বস্ত্র, বাসস্তান । মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। ছোট বেলায় আমরা আন্দোলনের সময় দেখেছি। কিন্তু এখন আর ওই চাহিদার কেউ বলে না।
আমরা গরবী মানুষের জন্য প্রায় অনেক ঘরবাড়ি তৈরি করে ফেলেছি। জমিও দিয়ে ফেলেছি। এখন আর ওই দাবি নেই। এখন ভিন্ন ভিন্ন দাবি। এখন চাই শান্তিতে বসবাস করতে। এখন চাই সন্ত্রাস মুক্ত, জঙ্গীবাদ মুক্ত  মাদক মুক্ত  সমাজ। বাংলাদেশে সবচেয়ে বড় চেলেঞ্জ হচ্ছে আপনার আমার সন্তান তারা নিরাপদ নাই। আপনি যার জন্য এত বাড়ি গাড়ী করছে সে এখন নিরাপদ নাই। প্রমান আমার জেলখানা নারায়ণগঞ্জে। আপনি যাবেন ওইখানে ১৪’শ থেকে ১৫’শ আসামী আছে। আপনারা এখানে যারা আছেন আপনাদের আত্মীয় স্বজনদের ২/১ জন সন্তান ওইখানে রয়েছে নিশ্চিত। প্রায় ৮’শ ৯’শ বাচ্চা ওইখান থাকে। তাদেরকে দেখতে সুন্দর চেহেরা সুন্দর ইনর্ভাসিটিতে পরে বা কলেজে পড়ে। আপনারা মনে করতে পারেন ওই ছেলেটি হয়তা আমেরিকা লেখাপড়া করছে। কিন্ত সে আছে আমার জেলখানায়।
জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ  আরো বলেন, মাদকদ্রব্য কারনে, ইয়াবার কারনে,আইসের কারনে। কি আধুনিক আধুনিক নাম। মোবাইলের ব্রান্ড বা মডেল পরিবর্তনের মত। তেমনি মাদকেরও স্টাইল পরিবর্তন হচ্ছে। সমাজ এত ক্ষতিগ্রস্থ ও হুমকির মুখে আপনার সন্তানকে আপনার ভাইকে আপনার নাতিকে যে ইনর্ভাসিটিতে পৌছাচ্ছেন বা পাঠাচ্ছেন সে যে আজ একজন মাদকসেবী পাশে বসে ক্লাশ করছে না এর কোন গেরান্টি নাই। করোনা মাক্স পরলে ঠেকানো যায়। তিনবার টিকা নিলেও ঠেকানো যায়। বুষ্টার টিকা নিলেও ঠেকানো যায়।  মাদক ঠেকাতে পারবেন না। যেদিন সে মাদক গ্রহন করল সেদিন সে আর মানুষের দলে থাকল না। কারন মাদক আসক্ত। যিনি আসক্ত হয়ে যান তার ভিতরে আর মানবতা বোধ থাকে না। আপনারা জানেন মাদকের কারনে নেশাগ্রস্থ মেয়ে বাবাকে মেরে ফেলেছে। এদেশে যত হত্যাকান্ড হয় সব এই মাদকের কারনে। এক সময় জমিজমা নিয়ে মারামারি হত। আগে বলতাম সকল গন্ডগলের মূল কারন হল জমিজমা। এখন বলি সকল গন্ডগলের মূল কারন হল মাদক। এখন আমরা বলি গডফাদার। বারেই সুন্দর নাম। তারা সব কিছুর আড়ালে থাকে। তাদেরকে খুঁজে পাওয়া যায় না।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, উপজেলা পরিষদের সহকারি  কর্মকর্তা সুরাইয়া সুলতানা,বন্দর থানা অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা,  সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা ও নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-সহকারি পরিচালক মোঃ মামুন প্রমুখ।
আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL