সকাল নারায়ণগঞ্জ
সিলেট ও সুনামগঞ্জের বন্যার্ত পরিবারের জন্য নারায়ণগঞ্জের প্রান পুরুষ আজমেরী ওসমান এর ত্রান সামগ্রী ইতিমধ্যে বন্যা দুর্গতদের মাঝে প্রদান করা হয়েছে।
ইতিমধ্যে আজমেরী ওসমান এর পক্ষ থেকে সিলেটে বন্যা দুর্গত পরিবারের মাঝে জরুরী ত্রান সহায়তা করেছেন। ত্রান সামগ্রী এর মধ্যে আছে চিড়া,মুড়ি,গুড়,বিস্কুট,মোমবাতি,নাপা ট্যাবলেট,স্যালাইন দেওয়া হয়।
নারায়ণগঞ্জের প্রান পুরুষ ও বীর পুরুষ আলহাজ্ব আজমেরী ওসমান ত্রান সামগ্রীগুলো
মোঃ তানভীর (ব্যবসায়ী), পলাশ (ব্যবসায়ী), মোঃ শাকিল (ব্যবসায়ী), মোঃ হেলাল (ব্যবসায়ী) সহ অন্যান্য কর্মীদের সহায়তায় বন্যার্তদের মাঝে বিতরন করেন।
এমন মহৎ একটি উদ্যোগ নেওয়াতে সমগ্র নারায়ণগঞ্জবাসি প্রয়াত এমপি নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমা্নের প্রশংসায় পঞ্চমুখ।
করোনাকালীন থেকে শুরু করে যে কোন মানুষ এর সমস্যার কথা শুনলেই তাদের পাশে দাঁড়িয়ে নিজের তহবিল থেকে সাহায্য করেন আজমেরী ওসমান।
সাধারণ মানুষ এর সুখ-দুঃখে সব সময় পাশে থাকেন আজমেরী ওসমান।
বন্যায় কবলিত মানুষ ত্রান সামগ্রী হাতে পেয়ে নারায়ণগঞ্জের প্রান পুরুষ ও বীর পুরুষ আলহাজ্ব আজমেরী ওসমান ও তার পরিবারের জন্য সুস্থতা ও দোয়া করেন।