সকাল নারায়ণগঞ্জ
আজমেরী ওসমান এর নিজস্ব অর্থায়নে তিন হাজার পরিবারের ত্রান সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে।
ইতিমধ্যে আজমেরী ওসমান এর নিজস্ব অর্থায়নে সিলেটে বন্যা দুর্গত বানভাসি তিন হাজার পরিবারের মাঝে জরুরী ত্রান সহায়তা করেছেন। ত্রান সামগ্রী এর মধ্যে আছে চাল, তেল, দুধ,লবণ, চিনি,চিড়া, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট,স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।
এই সময় আজমেরী ওসমান বলেন, ‘বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য যা যা করা দরকার তা করার জন্য আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে তিন হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী সহয়তা করবো, আপনারা যারা বিত্তবান আছেন সবাই মিলে সিলেটের পাশে থাকুন।”সবাই দোয়া করবেন যাতে এই ত্রান বন্যাদুর্গত মানুষের কাছে পৌছায়।
এমন মহৎ একটি উদ্যোগ নেওয়াতে সমগ্র নারায়ণগঞ্জবাসি প্রয়াত এমপি নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমা্নের প্রশংসায় পঞ্চমুখ।
করোনাকালীন থেকে শুরু করে যে কোন মানুষ এর সমস্যার কথা শুনলেই তাদের পাশে দাঁড়িয়ে নিজের তহবিল থেকে সাহায্য করেন আজমেরী ওসমান।
সাধারণ মানুষ এর সুখ-দুঃখে সব সময় পাশে থাকেন আজমেরী ওসমান।