সকাল নারায়ণগঞ্জ:
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। সেখানকার প্রতিটি জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকেই সিলেটের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বানভাসি ৩ হাজার মানুষের জন্য ট্রাকভর্তি খাবার ও ২ টি বোট দিয়ে সিলেট সেনানিবাসে পাঠাচ্ছেন নারায়ণগঞ্জের তরুন প্রজন্মের আইডল অয়ন ওসমান।
তিনি জানান, সিলেটের বন্যা দুর্গতদের জন্য আমি নিজ অর্থায়নে খাবার ও বোট দিচ্ছি। প্রয়োজন হলে আমি আরো খাবার দেয়ার ব্যবস্থা করবো। এ জন্য আমি কারো থেকে কোন সাহায্য সহযোগিতা গ্রহন করিনি। আপনারা সবাই এভাবে সিলেটবাসীর পাশে দাঁড়াচ্ছেন, এ জন্য আপনাদের ধন্যবাদ।
নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি ও সংসদ সদস্য জনাব শামীম ওসমান সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান অয়ন ওসমান সব সময় গরিব দুঃখীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও যাতে মানুষের পাশে থাকতে পারেন সে দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। নিজ উদ্যোগে ১৬ লাখ টাকা জোগাড় করে বন্যার্তদের মাঝে বিলিয়ে দিচ্ছেন তিনি। তার এই কাজকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।