সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অনুমোদনহীন অটো চার্জের গ্যারেজ গড়ে তুলেছেন মালিকেরা। প্রতিটি গ্যারেজে ১০ থেকে ১৫টি করে অটো ও ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়া হয়। এতে বিদ্যুতের অবৈধ ব্যবহার বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসব বন্ধে নেই কোনো পদক্ষেপ। আবার এসব গ্যারেজ থেকে অটো বাইক চুরির ঘটনাও ঘটছে। আবাসিক মিটার দিয়ে এসব গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের তথ্যমতে, প্রতিটি এলাকায় ও হাট-বাজারে ঘর ভাড়া নিয়ে অটো, ইজিবাইকের ব্যাটারি চার্জ করার জন্য গ্যারেজ গড়ে তোলা হয়েছে। এসব গ্যারেজ বেশির ভাগই অনুমোদনহীন। বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের চেয়ে অবৈধ বিদ্যুতের ব্যবহার বেশি হচ্ছে। আবাসিক মিটার থেকে বাণিজ্যিক ব্যবহার হলেও সংশ্লিষ্টদের মাথাব্যথা নেই। এভাবে বিদ্যুতের ব্যবহার করায় বিদ্যুৎ ঘাটতি হচ্ছে বলে অনেকেই দাবি করেন। বিদ্যুতের অপচয়ের পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অপরদিকে গ্যারেজ মালিকেরা বিদ্যুৎ ব্যবহার করে লাভবান হচ্ছে। বিভিন্ন গ্যারেজে অটো ও ইজিবাইকের ব্যাটারি চার্জ করতে গ্যারেজ মালিক প্রতি রাতে চার্জের জন্য অটো প্রতি ১০০ থেকে ১৩০ টাকা আদায় করছে।
তবে লোডশেডিংয়ের জন্য স্থানীয়রা ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকে দায়ী করছে। কারণ ওইস যানবাহন চলাতে ব্যাটারি চার্জ দিয়ে হয়। তাছাড়া এসব যানবাহন শুধু বিদ্যুৎ নয়, মূল শহরে যানজটও সৃষ্টি করছে। স্থানীয়রা এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
নারায়ণগগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা গ্যারেজগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হচ্ছে যেকারণে কিছুদিন পর পর ইউনিট প্রতি বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে। আর সেই বাড়তি বিদ্যুৎ বিলের টাকা গুণে সেই ক্ষেসারত দিতে হচ্ছে জনগণকে। আর অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে পকেট ভারী হচ্ছে অসাধুদের।