সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত বার একাডেমি স্কুলের ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থাপনায় রোজিনা বেগম সিনিয়র শিক্ষক (বাংলা) নারায়ণগঞ্জ বার একাডেমি।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ হুমায়ুন কবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে এম শামীম চৌধুরী, (সভাপতি,ব্যবস্থাপনা পরিষদ-নারায়নগঞ্জ বার একাডেমি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব জালাল উদ্দিন আহমেদ (প্রাক্তন দাতা সদস্য,ব্যবস্থাপনা পরিষদ-নারায়নগঞ্জ বার একাডেমি),জনাব জিয়াউদ্দিন আহমেদ (প্রাক্তন কো অপ্ট সদস্য,ব্যবস্থাপনা পরিষদ-নারায়নগঞ্জ বার একাডেমি),জনাব আসিফ হাসান মাহমুদ(মানু),(প্রাক্তন অভিভাবক সদস্য,ব্যবস্থাপনা পরিষদ-নারায়নগঞ্জ বার একাডেমি),জনাব মোঃআলমগীর কবির( অভিভাবক সদস্য,ব্যবস্থাপনা পরিষদ-নারায়নগঞ্জ বার একাডেমি)।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বার একডেমি বিদ্যালয়ের হাফিজ মোঃ আসাদুল হক (ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক),মোঃ আব্দুল মতিন (সিনিয়র শিক্ষক-কৃষি),মোঃনজরুল ইসলাম ((সিনিয়র শিক্ষক-গনিত),মোঃইকবাল হোসেন (সিনিয়র শিক্ষক-গনিত),গোপাল সাহা (সিনিয়র শিক্ষক-ইংরেজি ),সুমিতা রানী বর্মন (সিনিয়র শিক্ষক-হিন্দু ধর্ম),মাওলানা মোঃমহসিন (সহকারী শিক্ষক-ইসলাম ধর্ম),পংকজ কুমার মন্ডল (সহকারী শিক্ষক-গনিত),মোঃ মহিউদ্দিন (সহকারী শিক্ষক- লাইব্রেরীয়ান),মোঃশাখাওয়াত হোসেন (সহকারী শিক্ষক-ইংরেজি),কায়েদ ই আজম (সহকারী শিক্ষক-বিজ্ঞান),আয়েশা আক্তার (সহকারী শিক্ষক-বাংলা),শারমিন জাবীন (সহকারী শিক্ষক-বিজ্ঞান),ফেরদৌসি আক্তার (সহকারী শিক্ষক-সামাজিক বিজ্ঞান),সাবিনা সুলতানা (সহকারী শিক্ষক-বিজ্ঞান),আসমা সুলতানা (সহকারী শিক্ষক-গনিত),নাজমা আক্তার (সহকারী শিক্ষক-বাংলা),অর্চনা রানী রুদ্র (সহকারী শিক্ষক-বাংলা) সহ বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষকবৃন্দ।
এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।