1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবমাননার অভিযোগ শামীম ওসমানের - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মমিনউল্লা ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ২৭ যানবাহন জব্দ, ২৯ মামলায় লাখ টাকা জরিমানা ১০ দিন যাবৎ নিখোঁজ ঝর্ণা বিশ্বাস সন্ধান চায় পরিবার  বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত সেলিম খন্দকার খোকার মত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের গভীর শোক প্রকাশ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবমাননার অভিযোগ শামীম ওসমানের

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১১৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

গত সোমবার মাসদাইর কবরস্থানে ওসমান পরিবারের মৃত সদস্যদের কবরসহ মুক্তিযোদ্ধাদের কবরে শ্মশানের মাটি ফেলা হয়েছে এমন অভিযোগ করে ঠিকাদারকে সেই মাটি সরিয়ে নিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন সংসদ সদস্য শামীম ওসমান। আল্টিমেটামের কিছু সময় পরেই ঠিকাদার ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই মাটি সরিয়ে ফেলা হয়। ফলে আজ মঙ্গলবার আবারো বাবা-মা, দাদীসহ স্বজনদের কবর জিয়ারত ও পরিদর্শনে যান তিনি।
এসময় গণমাধ্যমের সাথে এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, কবরের উপর শ্মশানের মাটি ফেলার মাধ্যমে যেটা করা হয়েছে সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা অপচেষ্টা। এটা হলো ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত। দ্বিতীয় হচ্ছে আজকে হলো আগষ্ট মাস, শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে যারা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে, ভাষা সৈনিক, তাদেরকে আজকে চরমভাবে অবমাননা করা হয়েছে বলে আমি মনে করি।
তিনি বলেন, আমি তো আপনাদের সাথে নিয়ে আল্লাহর রহমতে আমার আব্বা, আম্মা, দাদীর কবর উদ্ধার করলাম আপনাদের সহযোগীতায়। কিন্তু বাকী কবরগুলোর যে অবস্থা, ওখানে যে আমাদের গিয়াসউদ্দিন বীর প্রতীক ভাই, সালাউদ্দিন ভাই, ওখানে অনেক প্রায় ৪০/৫০টা কবরের যে অবস্থা দেখলাম, পাড়াও দিতে পারলাম না। মাটির তলেই এ কবরগুলো আছে, সেখানে যে মাটি দেয়া হয়েছে, এ মাটিগুলো এখানে আসতে পারে না। কারণ প্রত্যেকটা ধর্মেরই একটা নিয়মনীতি আছে, এ নিয়মনীতি মেনেই আমাদের কাজ করা উচিত।
উদাহরণ টেনে তিনি বলেন, একটা মসজিদের সামনে বা মসজিদের ভিতরে কোরবাণী দিতে পারি, কিন্তু আমি কোনোদিনই একটা মন্দিরের ভিতরে কোরবানী দিতে পারি না। যে দেয় সেটা, সেই হলো সাম্প্রদায়িক, সেই অসাম্প্রদায়িকতা নষ্ট করতে চায়। এই কাজটি ঠিক এরকমই একটি কাজ, যে শ্মশানের মাটিগুলো এনে এখানে দিয়ে দেয়া হয়েছে। আজকে কোনটা কার কবর তা আমরা নিজেরাই বুঝতে পারছি না। যারা কবর খুঁড়ছেন তারাও জানেন না যে এখানে কার কবর কোনটা। তাহলে ঐ পরিবারগুলোর কি অবস্থা ? আমি তো আমার মনে কথা বলে আমার মনে হালকা প্রকাশ করছি। তাদেরটা কে বলবে?
তিনি আরও বলেন, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন দাহ করতাম। তখন এখানেই (এ পুকুরে) পিন্ড দান করা হতো। উচিত ছিলো আগে ব্যারিকেড টা করে নেয়া, তারপর কাজটা করা, সেটা ভালো হতো। সেটা না করে এ কাজটি করেছে।
সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কেউ ঘটনাস্থলে না আসার বিষয় উল্লেখ করে এ সংসদ সদস্য বলেন, আমি এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো উর্ধ্বতন কর্মকর্তা, সিইও কিংবা ইঞ্জিনিয়ার, যারা সরকারের পয়সা খান বা সরকারের ট্যাক্সের পয়সায় লালিত-পালিত, নারায়ণগঞ্জের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন পান, কাউকে আমি দেখিও নাই, আমার সাথেও কথাও বলে নাই। অন্য কারো সাথে কথা বলার তো প্রশ্নই উঠেনা। আমরা দুই ভাই এক্সিস্টিং মেম্বার অব পার্লামেন্ট।
ওসমান পরিবারের বিরুদ্ধে গত আট বছর ধরে বিভিন্ন বক্তব্য দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমার বাবা একেএম সামসুজ্জোহা ভাসা সৈনিক, স্বাধীণতা পদক প্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য। আমার মা একজন ভাষা সৈনিক, আমার বড় ভাই নাসিম ওসমান বঙ্গবন্ধুর হত্যার পর প্রতিশোধ নিতে সবার প্রথম অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যান, একজন বীর মুক্তিযোদ্ধা।
আজকে আমি জানিও না, প্রশাসনের তরফ থেকে তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান নামকরণ করা হয়েছে। ঢাকা-না:গঞ্জ লিংক রোড নামকরণ করা হয়েছে একেএম সামসুজ্জোহা সাহেবের নামে, আমার মা নাগিনা জোহার নামে করা হয়েছে চাষাড়া টু চিটাগাং রোডের নাম, শীতলক্ষ্যা সেতুর নামকরণ করা হয়েছে নাসিম ওসমানের নামে, এটা ছিলো তার স্বপ্ন। এ অনুমোদন দেয় মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির আদেশক্রমে তা বাস্তবায়িত হয়।
নারায়ণগঞ্জে কিছু লোক গত আটটা বছর ধরে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সহ্য করছি। কেননা আল্লাহ ধৈর্য্যশীলদের পছন্দ করেন। আমার নেতাকর্মীরা প্রচন্দ উত্তেজিত ছিলো, স্বাধীণতার পক্ষের শক্তি কালকে উত্তেজিত ছিলো। আমাকে বার বার বলছিলো এবার আপনি চুপ থাকেন। আমি একটা কথা উত্তর দিয়েছি, এ মাসটা হলো আমাদের পিতার মৃত্যুবার্ষিকীর মাস। আমাদের ব্বংশ নির্ব্বংশ করা হয়েছে এ মাসে।
শামীম ওসমান আরও বলেন, যার জন্য রাজনীতি করতে করতে এখানে এসেছি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বার বার গেছি। সেই জাতির পিতা এবং তার পরিবারকে এ মাসে হত্যা করা হয়েছে। এ মাসে আমরা এমন কোনো কর্মকান্ড করতে পারি না, যেটা জাতির পিতার প্রতি অসম্মান করা হবে। আর আমি বিশ^াস করি, আমরা ন্যায্য বিচার পাবো। এ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারগুলো ন্যায্য বিচার পাবে। কারণ এ সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, আর এ সরকারের দায়িত্বে আছেন জাতির পিতার কণ্যা জননেত্রী শেখ হাসিনা, অন্য কেউ না। অবশ্যই এ বিষয়ে তদন্ত হবে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা উচিত বলে আমি মনে করি এবং করাও হবে।
এর পরে তিনি বাবা-মা ও স্বজনদের কবরে চাঁদর চড়ান এবং কবর জিয়ারত করেন।
শেখ হাসিনাকে নীলকণ্ঠী উল্লেখ করে প্রভাবশালী এ এমপি বলেন, আমি এমন একজন নেত্রীর কর্মী একটা, যিনি হচ্ছে বিষ খেয়ে হজম করেন। আমি সেই নেত্রীর কর্মী হিসাবে চেষ্টা করছি তার আদর্শে পালিত হওয়ার। আমিও যাতে বিষ খেয়ে হজম করতে পারি। উনি নীলকণ্ঠী। হয়তো বা তার মতো নীলকণ্ঠী হবো না, কেননা আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ। বাবা-মা, ভাই অন্যান্য মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশ দিয়ে গেছেন, তাদেরকে যদি এভাবে অপমানিত করা হয়, তাহলে একটা সময় হতো নারায়ণগঞ্জের মানুষের ধৈর্য্যচ্যুতি ঘটতে পারে। তাই তাদেরকে অনুরোধ করবো অবিলম্বে ব্যবস্থা গ্রহন করেন।
কবরস্থান পরিদর্শনের সময় তার সাথে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL