1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
পুলিশ চাইলে বাসর ঘরেও ঢুকতে পারে : সেলিম ওসমান - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
রূপগঞ্জের জাঙ্গীর-ভিংরাবো সড়কের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টে মোদির ম্যাজিক কাজে আসেনি মধুখালির হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রয়াত জন‌নেতার ১০ম মৃত‌্যুবা‌র্ষিকী‌ উপলক্ষে হাজীগঞ্জ শাহী  মসজিদে মিলাদ ও দোয়া।  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কালীগঞ্জে ভাইস চেয়ারম্যান(উড়োজাহাজ) প্রার্থী কর্মীদের হুমকি মদনগঞ্জে না‌সিম ওসমা‌নের মৃত‌্যুবা‌র্ষিকী‌তে- উজ্জ্বলের উদ্যো‌গে দোয়া ও খাবার বিতরণ রূপগঞ্জে প্রার্থীতার বৈধতা হরিয়েছেন সেলিম প্রধান, পাচ্ছেন না প্রতীক বরাদ্দ টিফিনের টাকায় পথচারীদের শরবত খাওয়াচ্ছে শিক্ষার্থীরা নাসিম ওসমানের ১০ম তম মৃত্যুবার্ষিকী এবং  এলাকাবাসীর জন্য দোয়া ও নেওয়াজ বিতরণ  নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে -শাহেন শাহ ও রায়হানের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধ্যনরসিংপুরে আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ

পুলিশ চাইলে বাসর ঘরেও ঢুকতে পারে : সেলিম ওসমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ১২৩ Time View
পুলিশ চাইলে বাসর ঘরেও ঢুকতে পারে
পুলিশ চাইলে বাসর ঘরেও ঢুকতে পারে (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জে ফতুল্লায় কর অঞ্চলের উদ্যোগে ২০১৯-২০২০ কর বর্ষের করদাতাদের সন্মাননা প্রদান ও আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে  ফতুল্লার সস্তাপুর এলাকায় আমন্ত্রণ কনভেনশন সেন্টারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান।

পুলিশ চাইলে বাসর ঘরেও ঢুকতে পারে (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের এক উত্তেজনাকর পরিস্থিতিতে একটি উদাহরণ দিয়ে বলেছিলাম যে, পুলিশ চাইলে বাসর ঘরেও ঢুকতে পারে। কিন্তু পুলিশকে বুঝতে হবে যে এটা ঠিক কি না! এ উদাহরণ দেয়ার কারণ ছিলো  নারায়ণগঞ্জে বার বার হানা এইটা ওটায় নারায়ণগঞ্জের মানুষকে অস্থির করে তুলেছিলো। তারপর হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। ঠিক সেরকমই এই ট্যাক্সেস অফিস ট্যাক্সের খাতা জব্দ করতে পারবে, ট্যাক্সের জন্য জোরও করতে পারবে এটাতে কোন ভুল নাই।  

করদেয়ার উপর গুরুত্বারোপ করে এই ব্যবসায়ীক নেতা আরো বলেন, আমরা যারা হিসাব ও নিয়মানুযায়ী ট্যাক্স দেই তাহলে কিন্তু আমরা দেশের উন্নয়নকে তা এগিয়ে নিয়ে যাব। তার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। ঠিক যেভাবে আল্লাহ্তায়ালা মানুষকে যাকাত দেয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন
কর দিতে তরুণ ও নারী উদ্যেক্তাদের উদ্বুদ্ধ করার আহবান জানিয়ে সেলিম ওসমান বলেন,  কর অফিসে যারা কাজ করছেন তারা যদি উদ্বুদ্ধ করতে পারেন তাহলে দেখা যাবে তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে কর দেয়ার জন্য। ট্যাক্স দেয়ার অভ্যাসটা তৈরি করতে হবে। যেমন আমার পরিবার থেকে আজকের কর কমিশন থেকে যে পুরস্কার এটা কিন্তু আমারই পাওয়ার কথা। কিন্তু পুরস্কারটা উনি (নাসরিন ওসমান) পেলেন। উনি পাচ্ছেন কারণ আমি উনার নামে ট্যাক্সটা দিয়েছি।

প্রায় ৮০০ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে ২০১৯-২০২০ কর বর্ষের আয়কর মেলার উদ্বোধন করা হয়। এবার নতুন করে ১৫ হাজার করদাতা সৃষ্টি এবং ১ লাখ ৪৭ হাজার ইটিআইএন করদাতা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে ৭০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৫৭২ কোটি ২৯ লাখ টাকা আদায় করা হয়। রিটার্ন দাখিলের সংখ্যা ছিলো ৪৬ হাজার ৫০০ জন। দীর্ঘ মেয়াদী ও সর্বোচ্চ করদাতাদের মধ্যে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ২১ জনকে সন্মাননা প্রদান করা হয়। কর মেলা চলবে ১৪ থেকে ১৭ নভেম্বর। এছাড়া ১৬ থেকে ১৯ নভেম্বর মুন্সীগঞ্জ জেলার শিল্পকলা একাডেমীতে, ১৭ থেকে ১৮ নভেম্বর রূপগঞ্জ আয়কর অফিস প্রাঙ্গণে এবং ১৯ থেকে ২০ নভেম্বর সোনারগাঁ উপজেলায় আয়কর অফিসে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আয়কর মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কর কমিশনার মো.নাজমুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্টিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, সেলিম ওসমান পত্মী নাসরিন ওসমান। 

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ তরুণ করদাতা হিসেবে সাংসদ সেলিম ওসমানের ভাতিজা ও সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শ্রেষ্ঠ নারী করদাতা হিসেবে নাসরীন ওসমান পুরস্কার পেয়েছেন।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL