সকাল নারায়ণগঞ্জঃ সোনারগাঁয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব।এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা, নগদ ৬ হাজার ৫৫ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করে র্যাব।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় মোগড়াপাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃত মো. সোহেল কাজী (৩১) ও সাবাহ আফরিন (২০) চাঁদপুর ফরিদাগঞ্জ পূর্ব কাউনিয়া এলাকার বাসীন্দা ও সম্পর্কে স্বামী-স্ত্রী।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার চট্টগ্রাম মহাসড়কে তল্লাশী চালিয়ে মো. সোহেল কাজী (৩১) ও সাবাহ আফরিন (২০) নামে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা, ৬ হাজার ৫৫ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।