সকাল নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দূর্ধষ ডাকাত দলের কিশোর গ্যাংয়ের জঙ্গী সোহান ও তার সহযোগী গ্রেফতার।
গতকাল শনিবার (১৪ডিসেম্বর) গভীর রাতে সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির স্যার এর নির্দেশে ও আমার নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম,এসআই হাবিবুর রহমান,এএসআই নাজমুল,এএসআই জাহাঙ্গীর,এএসআই মনিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার ও কিশোর গ্যাংয়ের সোহান ওরফে জঙ্গী সোহান(২২),ও তার সহযোগী মো: সানোয়ার (২৮)কে গ্রেফতার করি।ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহান মোগড়াপাড়া এলাকার কিশোর গ্যাং লিডার হিসাবে পরিচিত। জঙ্গী সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ০৬টি ডাকাতি মামলাসহ সর্বমোট ০৮টি মামলা রয়েছে এবং সানোয়ারের বিরুদ্ধে ০৩টি ডাকাতি মামলা রয়েছে।
রেফতারকৃত সোহান ওরফে জঙ্গী সোহান উপজেলার হাবিবপুর(মাঝিপাড়া)গ্রামের দুলালের ছেলে ও মোঃ সানোয়ার হাবিবপুর গ্রামের মৃত-রহম আলীর ছেলে।